
Song : Anekta Beshi Priyo
Drama Name : Sporshe Tumi
Vocal, Music, Lyrics & Tune : Avraal Sahir
Directed By : Mohidul Mohim
Label : GOLLACHUT
Anekta Beshi Priyo Lyrics
ভাবনার চার দেয়ালে
মনের যত খেয়ালে
তোমায় খুঁজে যাই রোজ,
নেই আমার আর এই আমি
করে যায় কত পাগলামি
নিজেকে সামলানো হয়না সহজ।
তুমি ছাড়া কিছুই বুঝিনা
তোমায় ঘিরে আমার যত প্রার্থনা।
তুমি আমার প্রিয় থেকে অনেকটা বেশী প্রিয়
ভালবাসার বৃষ্টি হয়ে আমায় ভিজিয়ে দিও।।
অল্পটুকু সুখ যেন তোমার দেয়া
লাগে বড় মধুর সেই সুখেরী ছোঁয়া,
ভালবাসি মন থেকে তা মিথ্যে নয়
জানো না কত গভীরে ছুঁয়েছো হ্দয়।
শুরুটা হোকনা যেমন তেমন
শেষটা হয় যেন মনের মতন।
তুমি আমার প্রিয় থেকে অনেকটা বেশী প্রিয়
ভালবাসার বৃষ্টি হয়ে আমায় ভিজিয়ে দিও।।
LyricsHat.Com Bangla Song Lyrics Hindi Song Lyrics : LyricsHat.Com