
Song – Meghomala – মেঘমালা
Artist – Sahriar Rafat & Kaniz Khadiza Tinni
Lyrics – Anurup Aich Tune,
Music – Sahriar Rafat
Drama – Biye
Directed By – Jakaria Showkhin
Meghomala Lyrics
মেঘমালা, খুলে জানালা
প্রেম এলো মনের ঘরে,
এলো ঝড়, কেঁপে থরথর
অস্থির হযই কেন এমন করে।
আমি তোমাকে জানাতে চাই
আমি পড়েছি ভালোবাসায়,
তোমার মনের মনিকোঠায়
রেখোগো শুধু আমায়।
তুমি বললেই সূর্য ওঠে
তোমায় পেতে মনটা ছুটে,
তুমি হাসলেই ফুল ফোটে
কত আদর গালে ঠোঁটে ..
ভোরে, খুব করে
রোদ হয়ে লুটাবো গায়ে,
বাতাসে, দুর্বা ঘাসে
শিশির হয়ে জড়াবো পায়ে।
আমি তোমাকে জানাতে চাই
আমি পড়েছি ভালোবাসায়,
তোমার মনের মনিকোঠায়
রেখোগো শুধু আমায়।
তুমি বললেই সূর্য ওঠে
তোমায় পেতে মনটা ছুটে,
তুমি হাসলেই ফুল ফোটে
কত আদোর গালে ঠোঁটে..
প্রাণে, অভিধানে
এ মনে লেখা একটি নাম,
হৃদয়ে, নির্ভয়ে
এল প্রেমের নীল খাম।
আমি তোমাকে জানাতে চাই
আমি পড়েছি ভালোবাসায়,
তোমার মনের মনিকোঠায়
রেখোগো শুধু আমায়।
তুমি বললেই সূর্য ওঠে
তোমায় পেতে মনটা ছুটে,
তুমি হাসলেই ফুল ফোটে
কত আদর গালে ঠোঁটে..
LyricsHat.Com Bangla Song Lyrics Hindi Song Lyrics : LyricsHat.Com