Home / Bangla Song Lyrics / Amar Ekta Tumi Hoilo Na (আমার একটা তুমি হইলো না) by Samz Vai Lyrics Song

Amar Ekta Tumi Hoilo Na (আমার একটা তুমি হইলো না) by Samz Vai Lyrics Song

Bangla Song : Amar Ekta Tomi Hoilo Na
Vocal, Lyrics & Tune : Samz vai
Music Direction : Samz Vai
Directed By : Zidan Misbah
Edit & DOP : Zidan Misbah

Amar Ekta Tumi Hoilo Na Lyrics

আমার একটা মন হারায় গেলে
কে খুঁজে দিবে তাহারে
এই ভাবে আর প্রম হলো না,
কিছু পাওয়ার আগে হারাবার ভয়
লাগে শুধুই সংশয়
আমার এ স্বভাব গেলো না।

কে বলে তুমি না হইলে
এইভাবে কি জীবন চলে
আমারতো কই খারাপ লাগেনা,
কতজনায় মন হারাইলো
তার বিরহে সুর মিলাইলো
আমি গান গাইতে পারলাম না।

আমার একটা মন হারায় গেলে
কে খুঁজে দিবে তাহারে
এই ভাবে আর প্রম হলো না,
কিছু পাওয়ার আগে হারাবার ভয়
লাগে শুধুই সংশয়
আমার এ স্বভাব গেলো না।

কতজনা আইলো গেল
লাইলি মজনুর প্রেম শিখাইলো
আমার একটা তুমি হইলো না,
জীবন বন্দি ঘড়ির কাঁটায়
ক্যালেন্ডারের পাতা উল্টায়
আজও আমার দিন আইলো না।

একলা পাখি উইড়া দেখে কত বাহানা
তাহার লাগলে জোড়া ইচ্ছে ডানায়
আর মেলা হবে না।

আমার একটা মন হারায় গেলে
কে খুঁজে দিবে তাহারে
এই ভাবে আর প্রম হলো না,
কিছু পাওয়ার আগে হারাবার ভয়
লাগে শুধুই সংশয়
আমার এ স্বভাব গেলো না।

Check Also

Shundori Romoni Lyrics Tasrif khan Kureghor Band

Song: Shundori Romoni | সুন্দরী রমণী Lyric, Tune & Vocal: Tasrif Khan Music – Alvee …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *