Home / Bangla Song Lyrics / Ami Tomar Jonno Kadi By Baul Sukumar Lyrics

Ami Tomar Jonno Kadi By Baul Sukumar Lyrics

Bangla New Song: Ami Tomar Jonno Kadi
Singer: Baul Sukumar
Lyrics & Tune: Bijon
Music: Ankur Mahamud
Starring: Afjal Sujon & Ontora
DoP: Rajon Romm
Edit: Imratul Islam
Color: Shamim Hossain
Story: Eagle Team
Graphic Design: Nadia
Post: Eagle Creative House

Ami Tomar Jonno Kadi Lyrics

আমি তোমার জন্য কাঁদি
তোমার মন কি কাঁদে না?
আমি তুমার জন্য কাঁদি
তোমার মন কি কাঁদে না?
কাঁদালে কাঁদিতে হবে
তাও কি তুমি জানো না?
তোমার মন কি কাঁদে না?
আমি তোমার জন্যে কাঁদি
তোমার মন কি কাঁদে না?

বন্ধু তোমায় বেসে ভালো
আমার এ কি জ্বালা হলো,
কাঁদিতে জনম গেল,
কাঁদিতে জনম গেল
আর কাঁদিতে পারিনা।
তোমার মন কি কাঁদে না?
আমি তুমার জন্যে কাঁদি
তোমার মন কি কাঁদে না?

আমার মতন কয়জন বলো
বসবে তোমায় এতো ভালো?
সুবাস ছাড়া ফুলে বন্ধু,
সুবাস ছাড়া ফুলে বন্ধু
মন তো কারো গোলে না।
তোমার মন কি কাদে না?
আমি তুমার জন্যে কাদি
তোমার মন কি কাঁদে না?

যে আগুনে জ্বলছি আমি
সেই আগুনে জ্বলবে তুমি,
নিজের ভুলে কাঁদবে সেদিন,
নিজের ভুলে কাঁদবে সেদিন,
পাশে তো কেউ থাকবে না।
তুমার মন কি কাঁদে না?
আমি তোমার জন্যে কাঁদি
তোমার মন কি কাঁদে না?

Check Also

Shundori Romoni Lyrics Tasrif khan Kureghor Band

Song: Shundori Romoni | সুন্দরী রমণী Lyric, Tune & Vocal: Tasrif Khan Music – Alvee …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *