
Bangla Song : Bhalobasa
Natok: Ekbar Bolo Valobashi
Singer : Imran Mahmudul & Liza
Lyrics : Isteaque Ahmed
Tune : Lutfor Hasan
Music : Sumon Kalyan
Directed by : Sazzad Shuman
DoP : Nayem Fuad
Edit & Color : Shamim Hossain
Produced By : Kachi Ahmed
Label : Eagle Music™
Produced By: Kachi Ahmed
Starring: Afran Nisho
Starring: Tanjin Tisha
Bhalobasha Lyrics
ভালোবাসা কি ঘুম ভেঙে উঠে
তোমার পথেতে হাঁটা,
ভালোবাসা কি তার গোলাপে
আমার জন্য কাঁটা।
ভালোবাসা কি শত অভিযোগ
তোমার নামে যা ঢালি,
ভালোবাসা কি জেগে থাকা রাত
চোখের নীচেতে কালি।
ভালোবাসা কি নদীর মতো
ভেসে যাই সেই জলে,
আজও বুঝিনি ভালোবাসা কী
ভালোবাসা কাকে বলে।
ভালোবাসা কি বুঝতে শেখায়
অবুঝ থাকার দিনে,
ভালোবাসা কি যৌথ খামার
তোমার আমার ঋণে।
ভালোবাসা কি অভিমানী মেঘ
তোমার আমার অঞ্চলে,
আজও বুঝিনি ভালোবাসা কি
ভালোবাসা কাকেই বলে।
ভালোবাসা কী পাহাড়ের বুকে
নাম না জানা ফুল কোনো,
ভালোবাসা কি আমার চেয়েও
অন্য কাউকে শোনো।
ভালোবাসা কি সন্ধ্যা তারা
নিভে গেলো কৌশলে,
আজও বুঝিনি ভালোবাসা কি
ভালোবাসা কাকে বলে।
ভালোবাসা কী ঘুম ভেঙে উঠে
তোমার পথেতে হাঁটা,
ভালোবাসা কী তার গোলাপে
আমার জন্য কাঁটা।
ভালোবাসা কী শত অভিযোগ
তোমার নামে যা ঢালি,
ভালোবাসা কী জেগে থাকা রাত
চোখের নিচেতে কালি।
ভালোবাসা কী নদীর মতো
ভেসে যাই সেই জলে,
আজও বুঝিনি ভালোবাসা কী
ভালোবাসা কাকে বলে।
LyricsHat.Com Bangla Song Lyrics Hindi Song Lyrics : LyricsHat.Com