
Bangla Song : Chhoya Chhuyi
Movie: Jio Jamai
Singers: Armaan Malik & Debanjali B Joshi
Music: Dev Sen
Lyrics: Rivo
Arrangers/Programmers: Dev Sen & KD
Cast: Hiran & Ishani Ghosh
Production House: Jyoti Production, Kolkata
Producer: Joydeb Mondal
Director: Nehal Dutta
Lyrics Chhoya Chhuyi
অজানা কোনো স্বপ্নে নিরালায়
তোর পায়ে পা মেলায়,
ভেবেছি কত গল্প কবিতায়
ভাসি মেঘেরই দোলায়।
তোর সুরে বাঁচে গান
ভেঙে দিলো অভিমান..
ছোঁয়া ছুঁই এই অবেলায়
আজ রাখবো হাত তোর পাশে,
ইচ্ছে ঘুড়ি, দিচ্ছে পাড়ি
শোন আছে মন তোর পাশে।
মন কে বোঝালো
করে যাচ্ছে খুনসুটি,
বল কে শেখালো
সব গল্পেরা পাচ্ছে ছুটি।
তোর সুরে বাঁচে গান
ভেঙ্গে দিলো অভিমান..
ছোঁয়া ছুঁই এই অবেলায়
আজ রাখবো হাত তোর পাশে,
ইচ্ছে ঘুড়ি, দিচ্ছে পাড়ি
শোন আছে মন তোর পাশে।
আয় চল হারাবো
কোনো দূরে অচিন পাড়ায় ,
তোর নাম লেখাবো
ডেকে যাবো চুপিশারায়।
তোর সুরে বাঁচে গান
ভেঙ্গে দিলো অভিমান..
ছোঁয়া ছুঁই এই অবেলায়
আজ রাখবো হাত তোর পাশে,
ইচ্ছে ঘুড়ি, দিচ্ছে পাড়ি
শোন আছে মন তোর পাশে।
LyricsHat.Com Bangla Song Lyrics Hindi Song Lyrics : LyricsHat.Com