
Bangla All Time Hit Song : Haste Dekho
Band : LRB
Haste Dekho Lyrics
হাসতে দেখো, গাইতে দেখো
অনেক কথায় মুখর আমায় দেখো
দেখো না কেউ হাসি শেষে নীরবতা
হাসতে দেখো, গাইতে দেখো
অনেক কথায় মুখর আমায় দেখো
দেখো না কেউ হাসি শেষে নীরবতা .
বোঝে না কেউ তো চিনলো না
খোঁজে না আমার কি ব্যথা
চেনার মতো কেউ চিনলো না
এই আমাকে
বোঝে না কেউ তো চিনলো না
খোঁজে না আমার কি ব্যথা
চেনার মতো কেউ চিনলো না
এই আমাকে
আমার সুরের বুকে কান্না লুকিয়ে থাকে
আমার চোখের কোণে নোনা ছবি আঁকে
আমার গল্প শুনে হয় আলোকিত উৎসব
গল্প শেষে আমি আঁধারের মতো নীরব
নিজেকে ঢেলে আমি কত সুখ দিলাম
বোঝে না কেউ তো চিনলো না
খোঁজে না আমার কি ব্যথা
চেনার মতো কেউ চিনলো না
এই আমাকে
আমার গানে আঁকা নির্ঘুম অনেক প্রহর
আমায় চেনে জোনাকি ছেড়ে নীরব শহর
ডাকার কথা যাদের ডাকেনি কেউ কাছে
নিঃসঙ্গ এই আমি পুড়েছি মোমের আঁচে
আমার মাঝে আমি যেন শুধু লুকাই
বোঝে না কেউ তো চিনলো না
খোঁজে না আমার কি ব্যথা
চেনার মতো কেউ…
LyricsHat.Com Bangla Song Lyrics Hindi Song Lyrics : LyricsHat.Com