Home / Bangla Song Lyrics / Krishna Bole Amar Radha (কৃষ্ণ বলে আমার রাধা) Lyrics

Krishna Bole Amar Radha (কৃষ্ণ বলে আমার রাধা) Lyrics

Song : Krishna Bole Amar Radha
Original composer : D. L. Roy
Singer : Pousali Banerjee
Produced by : Sainik Dey
Rhythm : Pankaj
Dubbed at : Studio Violina
Mix & Master : Sainik Dey
Label : SVF Devotional

Krishna Bole Amar Radha

কৃষ্ণ বলে আমার রাধা
বদন তুলে চাও
আর রাধা বলে কেনো মিছে
আমারে জ্বালাও,
মরি নিজেরই জ্বালায়
মরি নিজের জ্বালায়।

কৃষ্ণ বলে রাধা দুটো প্রাণের কথা কই
কৃষ্ণ বলে রাধা দুটো প্রাণের কথা কই,
আর রাধা বলে
এখন তাতে মোটেও রাজি নই,
সর ধোঁয়ায় মরি,
সর ধোঁয়ায় মরি।

কৃষ্ণ বলে সবাই বলে আমার মোহন বেণু
কৃষ্ণ বলে সবাই বলে আমার মোহন বেণু,
আর রাধা বলে ওহো শুনে আমি মরে গেনু
আমায় ধরো ধরো,
আমায় ধরো ধরো।।

কৃষ্ণ বলে পীতধড়া বলে আমায় সবে
কৃষ্ণ বলে পীতধড়া বলে আমায় সবে,
আর রাধা বলে বটে
হল মোক্ষ লাভটি তবে,
থাকার খাওয়া দাওয়া,
থাকার খাওয়া দাওয়া।

কৃষ্ণ বলে আমার রূপে ত্রিভুবনটি আলো
কৃষ্ণ বলে আমার রূপে ত্রিভুবনটি আলো,
আর রাধা বলে তবু যদি না হতে মিশ কালো
রূপ তো ছাপিয়ে পড়ে,
রূপ তো ছাপিয়ে পড়ে।।

কৃষ্ণ বলে আমার রূপে মুগ্ধ ব্রজবালা
কৃষ্ণ বলে আমার রূপে মুগ্ধ ব্রজবালা,
আর রাধা বলে ঘুম হচ্ছেনা
এতো ভারী জ্বালা,
তাতে আমারই কি,
তাতে আমারই কি।

কৃষ্ণ বলে রাধা তোমার কিবা চারূ কেশ,
কৃষ্ণ বলে রাধা তোমার কিবা চারূ কেশ
আর রাধা বলে কৃষ্ণ বলে পছন্দটা বেশ
সেটা বলতেই হবে,
সেটা বলতেই হবে।

কৃষ্ণ বলে রাধা তোমার দেহ স্বর্ণলতা
কৃষ্ণ বলে রাধা তোমার দেহ স্বর্ণলতা,
আর রাধা বলে কৃষ্ণ তোমার
খাশা মিষ্টি কথা,
যেনো সুধা ঝরে,
যেনো সুধা ঝরে।।

কৃষ্ণ বলে এমন বর্ণ দেখিনি তো কভু
কৃষ্ণ বলে এমন বর্ণ দেখিনি তো কভু,
আর রাধা বলে হ্যাঁ
আজ সাবান মাখিনি তবু,
নইলে আরো সাদা,
নইলে আরো সাদা।

কৃষ্ণ বলে তোমার কাছে রতি কোথায় লাগে
কৃষ্ণ বলে তোমার কাছে রতি কোথায় লাগে,
রাধা বলে এসব কথা বললেই হত আগে
গোল তো মিটেই যেত,
গোল তো মিটেই যেত।

রাধা কৃষ্ণের মিলন হল ঝগড়া বিবাদ শেষে
রাধা কৃষ্ণের মিলন হল ঝগড়া বিবাদ শেষে,
সবাই মিলে হরি বল প্রেম ভালোবেসে
সবাই মিলে হরি বল প্রেম ভালোবেসে।

হরি হরয়ে নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ
যাদবায় মাধবায় কেশবায় নমঃ,
গোপাল গোবিন্দ নাম শ্রী-মধুসূদন
গিরিধারী গোপীনাথ মদন-মোহন।।

Check Also

Shundori Romoni Lyrics Tasrif khan Kureghor Band

Song: Shundori Romoni | সুন্দরী রমণী Lyric, Tune & Vocal: Tasrif Khan Music – Alvee …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *