
Bangla Song : Shua Chan Pakhi
Singer : Bari Siddiqui
Shua Chan Pakhi Lyrics
আমার সুয়াচান পাখি
আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি।।
তুমি আমি জনম ভরা ছিলাম মাখামাখি (রে বন্ধু)
আজি কেন হইলে নীরব মেলো দুটি আখি (রে পাখি)
আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি.
বুলবুলি আর তোতা, ময়না কত নামে ডাকি (তোরে)
শিকল কেটে চলে গেলেরে… কারে লইয়া থাকি (আমি)
আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি…
বিশ্বজোড়া এই পিরীতি সবি দেখছি ফাকি (রে উকিল মুন্সী)
বাউল রশীদ বলে চলরে উকিল
ওরে উকিল, ডাকলে বা অইবো কি (ওরে উকিল)।
আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি।
আমার সুয়াচান পাখি
আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি।।
LyricsHat.Com Bangla Song Lyrics Hindi Song Lyrics : LyricsHat.Com