Home / Bangla Song Lyrics / Shundori Romoni Lyrics Tasrif khan Kureghor Band

Shundori Romoni Lyrics Tasrif khan Kureghor Band

Song: Shundori Romoni | সুন্দরী রমণী
Lyric, Tune & Vocal: Tasrif Khan
Music – Alvee Al Berunee
Mix & Mastered at Alvee Studio

ও সুন্দরী রমণী
বাপের টাকায় ফুটানি
আটা ময়দার সাজুনি
আর ছেলে চাও খানদানি৷

তুমি টিকটকের সুপারস্টার
হাজার হাজার ফলোয়ার
কেমন যেন ব্যাবহার
বেইল নাই যে আর তোমার৷

শেষ হলো মাথায় ভেঙে কাঠাল খাওয়ার দিন।
যানি, ফিল্টারে চেহারাটা করেছ রঙিন৷
তোমার ভোলাভালা চাহনিতে কাজ হবে না আর
এবার সময় হলো মুখের উপর বলে দেবার।

ও সুন্দরী রমণী
বাপের টাকায় ফুটানি
আটা ময়দার সাজুনি
আর ছেলে চাও খানদানি৷

তুমি টিকটকের সুপারস্টার
হাজার হাজার ফলোয়ার
কেমন যেন ব্যাবহার
বেইল নাই যে আর তোমার৷

তুমি বাপের বড় ছেলেদেরও ডাক নামধরে ৷
তোমার কমনসেন্সের এত অভাব হয় কেমন করে?
নিজে অনার্স বিএ পাশ না করেই চাও বিসিএস স্বামি
হিপোক্রেসির ত ভাই লিমিট আছে বুঝবা কবে তুমি?

শেষ হলো মাথায় ভেঙে কাঠাল খাওয়ার দিন।
যানি, ফিল্টারে চেহারাটা করেছ রঙিন৷
তোমার ভোলাভালা চাহনিতে কাজ হবে না আর
এবার সময় হলো মুখের উপর বলে দেবার।

ও সুন্দরী রমণী
বাপের টাকায় ফুটানি
আটা ময়দার সাজুনি
আর ছেলে চাও খানদানি৷

তুমি টিকটকের সুপারস্টার
হাজার হাজার ফলোয়ার
কেমন যেন ব্যাবহার
বেইল নাই যে আর তোমার৷

ছেলে হলে বুঝতা কত ধানে কত চাল
বেকার ঠোটে মিস্টি খেলেও লাগত ঠোটে ঝাল
আরে বুচ্ছি তুমি মহারানি, চাদের দেশে থাক
এখন ব্যাস্ত আমি সাইডে দাড়াও একটু শান্তি রাখ।

শেষ হলো মাথায় ভেঙে কাঠাল খাওয়ার দিন।
যানি, ফিল্টারে চেহারাটা করেছ রঙিন৷
তোমার ভোলাভালা চাহনিতে কাজ হবে না আর
এবার সময় হলো মুখের উপর বলে দেবার।

ও সুন্দরী রমণী
বাপের টাকায় ফুটানি
আটা ময়দার সাজুনি
আর ছেলে চাও খানদানি৷

তুমি টিকটকের সুপারস্টার
হাজার হাজার ফলোয়ার
কেমন যেন ব্যাবহার
বেইল নাই যে আর তোমার ।।

Check Also

Vetorta Jalay Gela By Samz Vai Lyrics (ভেতরটা জ্বালায় গেলা)

Song: Vetorta Jalay GelaVocal, Tune & Lyrics : Samz VaiMusic : Tanzil HasanStory & Directed …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *