
Bangla Song: Toke Akechi Dupoloke
Movie: Love Story
Singer: Raj Barman
Music: Savvy
Lyrics: Dipangshu Acharya
Programmed by: Prasenjit Chowdhury
Guitars: Shomu Seal
Mixed and Mastered by Subhadeep Mitra
Lyrics
তোকে এঁকেছি দুপলকে
আয়না আরও কাছে তুই
ভালোবেসে তোকে ছুঁই….।
তোকে এঁকেছি দুপলকে
আয়না আরও কাছে তুই
ভালোবেসে তোকে ছুঁই….।
মনে রেখেছি কি গোপনে
আয়না আরও কাছে তুই
ভালোবেসে তোকে ছুঁই,
আমি তোর আদোরে আজ
হবো একলা মহারাজ,
তোকে মাখবো নিরালায়,
সারা গায়….,
তোকে এঁকেছি দুপলকে
আয়না আরও কাছে তুই
ভালোবেসে তোকে ছুঁই….।
বারণ হল সব,
আরও কাছে আয়,
আড়াল ভেঙে দিয়েছি
ঠোঁটের ইশারায়….,
বারণ হল সব,
আরও কাছে আয়,
আড়াল ভেঙে দিয়েছি,
ঠোঁটের ইশারায়….
আমি তোর আদোরে আজ
হবো একলা মহারাজ,
তোকে মাখবো নিরালায়,
সারা গায়…,
আমি তোর আদোরে আজ
হবো একলা মহারাজ,
তোকে মাখবো নিরালায়,
সারা গায়..।
তোকে এঁকেছি দুপলকে
আয়না আরও কাছে তুই
ভালোবেসে তোকে ছুঁই……।
তুলোর মতো তুই,
ফুলের মতো লাল,
বুকের মাঝে এইরকম
থাকিস চিরকাল…,
তুলোর মতো তুই,
ফুলের মতো লাল,
বুকের মাঝে এইরকম
থাকিস চিরকাল…,
আমি তোর আদরে আজ
হবো একলা মহারাজ,
তোকে মাখবো নিরালায়,
সারা গায়……,
আমি তোর আদরে আজ
হবো একলা মহারাজ,
তোকে মাখবো নিরালায়,
সারা গায়……।
তোকে এঁকেছি দুপলকে
আয়না আরও কাছে তুই
ভালোবেসে তোকে ছুঁই…।
LyricsHat.Com Bangla Song Lyrics Hindi Song Lyrics : LyricsHat.Com