Home / Bangla Song Lyrics / Toke Dekhle Shudhu Ekti Baar (তোকে দেখলে শুধু একটি বার) Lyrics Song – BIR

Toke Dekhle Shudhu Ekti Baar (তোকে দেখলে শুধু একটি বার) Lyrics Song – BIR

Song: Toke Dekhle Shudhu Ekti Baar (তোকে দেখলে শুধু একটি বার)
Music n tune: Shouquat Ali Imon
Lyric: Faisal Rabbbikin
Singer: Akash Mahmud
Choreographer Rohan Mahmud &Belal
Dance team : Dms Flash Dance Company
FILM: BIR (বীর)
DIRECTOR: Kazi Hayat
PRODUCED BY : SUNAN Films & SK Films

Toke Dekhle Shudhu Ekti Baar Lyrics

মনে শুধু জ্বলে আগুন
নেভে না সে, বাড়ে দ্বিগুন
সব ব্যথা যাই ভুলে যাই..
যদি তোকে দেখতে পাই।

তোকে দেখলে শুধু একটি বার
মুছে যায় রে সকল অন্ধকার,
হায়, হয়েছে এই মন উতলা এখন
হয়েছে এই মন উতলা এখন
ভালোবাসি হায় তোকেই ভীষণ,
হায়, তুই ছাড়া কে আছে আমার,
তোকে দেখলে শুধু একটি বার
মুছে যায় রে সকল অন্ধকার।

তোরই নেশায় যাচ্ছি পুড়ে
ডুবে আছি অচিন সুরে,
দেখনা দুইচোখ ঝরছে অঝরে
ডেকেনেরে তুই আদরে আদরে
দূরে সরে যাসনারে আমার..
তোকে দেখলে শুধু একটি বার
মুছে যায় রে সকল অন্ধকার।

হাজার শত মুখের ভিড়ে
চাইছি আমি শুধুই তোরে,
যত বাধা আসুক দুনিয়ায়
থাকবো তোরই যাক যদি প্রাণ যায়
তোকে নিয়ে স্বপ্ন যে হাজার..

তোকে দেখলে শুধু একটি বার
মুছে যায় রে সকল অন্ধকার,
হে.. হয়েছে এই মন উতলা এখন
হয়েছে এই মন উতলা এখন
ভালোবাসি হায় তোকেই ভীষণ,
তুই ছাড়া কে আছে আমার..
তোকে দেখলে শুধু একটিবার
মুছে যায় রে সকল অন্ধকার।

Check Also

Shundori Romoni Lyrics Tasrif khan Kureghor Band

Song: Shundori Romoni | সুন্দরী রমণী Lyric, Tune & Vocal: Tasrif Khan Music – Alvee …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *