Home / Bangla Song Lyrics / Tumi Shudhu Amar (তুমি শুধু আমার) Lyrics Song By Imran N Puja

Tumi Shudhu Amar (তুমি শুধু আমার) Lyrics Song By Imran N Puja

Bangla New Song: Tumi Shudhu Amar
Singer: Imran Mahmudul & Badhon Sarker Puja
Lyric: Kabir Bakul
Tune & Music: Sajid Sarker
Album: Tumi Shudhu Amar
Label: Central Music and Video [CMV] Starring: Imran Mahmudul, Badhon Sarker Puja

Tumi Shudhu Amar Lyrics

তোমাকে না দেখে থাকা যাবে না
জানি তোমাকে ছাড়া কিছু মন ভাবে না।
যেভাবে দূর আকাশে মেঘেরা ভাসে
পাগল এ রং ছড়িয়ে ফুলেরা হাসে।

তুমি মিশে একাকার
হৃদয়ের গভীরে আমার,
আমি বলি বারেবার
তুমি শুধু আমার, একজীবনে।

রাত জাগা চাঁদ দু’হাতে, ঢেলেছে জোছনা
একমুঠো নীল তারাতে কবিতা রচনা।
এ যেন এক সুখেরই শুভ সূচনা
প্রেমেরই গেয়ে যাই এসো দু’জন।

তুমি মিশে একাকার
হৃদয়ের গভীরে আমার,
আমি বলি বারেবার
তুমি শুধু আমার, একজীবনে।

যায় চলে যায় সময়ের ঘড়িটা গড়িয়ে
মন আবেগে তোমাকে নিয়েছে জড়িয়ে।
পৃথিবী আজ হেসেছে আলো ছড়িয়ে
দুজনে আজ মিলেছে বাধা সরিয়ে।

তুমি মিশে একাকার
হৃদয়ের গভীরে আমার,
আমি বলি বারেবার
তুমি শুধু আমার, এক জীবনে।

Check Also

Shundori Romoni Lyrics Tasrif khan Kureghor Band

Song: Shundori Romoni | সুন্দরী রমণী Lyric, Tune & Vocal: Tasrif Khan Music – Alvee …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *